ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ড তার ইতিহাসে তৃতীয়বারের মত জরুরি অবস্থা ঘোষণা করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশের উত্তর দ্বীপের পূর্ব উপকূলের কাছে অকল্যান্ডের প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে এবং উপকূলের প্রায় সমান্তরাল পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে এখন পর্যন্ত দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
নিউজইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, পানি বাড়তে থাকায় লোকজন বাড়ির ছাদে আটকা পড়েছে, রাস্তা তলিয়ে গেছে এবং ভূমিধসে কিছু বাড়িঘর ভেসে গেছে। এছাড়া, বন্যাদুর্গত এলাকাগুলোয় মোবাইল ফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গেছে।







