আয়ারল্যান্ডের প্রাদেশিক টুর্নামেন্ট ইন্টার-প্রোভিন্সিয়াল টি-টুয়েন্টি ট্রফিতে মুনস্টার রেডসের হয়ে পরপর পাঁচ বলে পাঁচ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন কার্টিস ক্যাম্ফের। নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে দুই ওভারে ১৫ রান খরচায় ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন আইরিশ অলরাউন্ডার। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি।
মুনস্টার রেডস অধিনায়ক ক্যাম্ফের দ্বিতীয় ও তৃতীয় ওভার মিলিয়ে পাঁচটি উইকেট শিকার করেন। ওয়ারিয়র্স ১৮৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছিল, সেখান থেকে ১৩.৩ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায়। মুনস্টার রেডস ১০০ রানে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সকে হারায়।
আক্রমণে এসে ক্যাম্ফের প্রথম ওভারে ৪ বলে একটা ছয়সহ ৯ রান দেন, পরের দুই বলে জেরার্ড উইলসন ও গ্রাহাম হিউমকে ফিরিয়ে ওভার শেষ করেন। এক ওভার পর আক্রমণে এসে নিজের পরের ওভারে প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রিনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন, ওভারটির দ্বিতীয় ও তৃতীয় বলে রোবি মিলার ও জশ উইলসনকে আউট করে ওয়ারিয়র্সকে আলআউটই করে দেন।
ম্যাচের পর ক্যাম্ফের বলেছেন, ‘ওভার বদলের কারণে আমি নিজেও ঠিক বুঝতে পারছিলাম না কী ঘটছে। শুধু নিজের পরিকল্পনায় অটল ছিলাম আর সাধারণ জিনিসগুলো করছিলাম, আমার ভাগ্য সহায় ছিল।’
ক্যাম্ফের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট থেকে ফিরে এই তার দ্বিতীয় ম্যাচ। ব্যাট হাতেও উজ্জ্বল ছিলে, ২৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন।









