পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। কামিন্সের সাথে ডানহাতি আরেক পেসার জশ হ্যাজেলউডকেও পাওয়া যাবে না, জানিয়েছেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি। বৃহস্পতিবার দুজনের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড দেয়ার সময় আছে। সেসময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে অজিরা। শন অ্যাবোট, স্পেন্সার জনসন এবং বেন ডোয়ারিসের নাম ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচক বেইলি দুই পেসার কামিন্স ও হ্যাজেলউড সম্পর্কে বলেছেন, ‘যদিও আমাদের জন্য বিষয়টি হতাশাজনক, তবে বিশ্বআসরে নিজেদের প্রমাণের জন্য এটি বড় সুযোগ।’
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘কামিন্স ও হ্যাজেলউডের দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
বুধবার প্রধান কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, ‘প্যাট কামিন্স কোন ধরনের বোলিং শুরু করতে পারেননি, তাই দলের সাথে থাকার খুব বেশি সম্ভাবনা নেই। সুতরাং, এর মানে হল আমাদের একজন অধিনায়কের প্রয়োজন।’
‘স্মিথ এবং হেডের সাথে আমাদের যখন আলোচনা হচ্ছিলো, আমরা কামিন্সকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তৈরি করছিলাম। নেতৃত্বের জন্য আমরা এ দুজনের দিকে তাকিয়ে আছি। সুস্পষ্টভাবে তাদের দুজনের মধ্যে কেউ হওয়ার সম্ভাবনা বেশি। স্মিথ এখানে (শ্রীলঙ্কায়) প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত করেছে। ওয়ানডে ক্রিকেটেও তার কিছু ভালো কাজ রয়েছে। সুতরাং তাদের মধ্যেই কেউ হবে।’









