Advertisements
গো-খাদ্যের অর্থনৈতিক চাপ কমাতে কুড়িগ্রামে সড়কের দু’পাশে নেপিয়ার জাতের ঘাসের চাষ বাড়ছে। এতে একদিকে যেমন কমে আসছে ফিডের নির্ভরতা, অন্যদিকে কমেছে খামারীদের গরু লালন-পালনের খরচও। পরিত্যাক্ত ও নিচু জমির পাশাপাশি সড়কের দু’পাশে উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করছে প্রাণিসম্পদ বিভাগ।








