Advertisements
কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা হাওরের পতিত জমিতে বিনা চাষে মাশকলাইয়ের আবাদ হয়েছে। জমি চাষের উপোযোগী করে তুলতে কাজ করছে কৃষি গবেষণা ইন্সটিটিউট। হাওরে প্রথমবারের মতো ১০ একর জমিতে প্রদর্শনী প্লট করা হয়েছে।






