Site icon চ্যানেল আই অনলাইন

পরীক্ষা না দিতে পারার হতাশায় চবি শিক্ষার্থীর আত্মহত্যা

অনিন্দিতা সরকার প্রথা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল শামসুন্নাহারে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রোকেয়া সুলতানা নামের এক ছাত্রী। মেয়েটির স্বামীর দাবি পরীক্ষা না দিতে পারায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন রোকেয়া।

শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়।

রোকেয়া সুলতানা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মেয়েটি ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।

শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ ড. রাকিবা নবীর বলেন, ‘তার হাজবেন্ড বলছে, মেয়েটি থার্ড সেমিস্টারে অনেকগুলো পরীক্ষা অসুস্থতার কারণে দিতে পারেনি। এগুলো নিয়েই তিনি ডিপ্রেশনে ছিল।’

রোকেয়ার এক সহপাঠী জানান, ‘তার স্বামী তাকে অনেকক্ষণ যাবৎ কলে না পেয়ে মেয়েটির বান্ধবীদের জানায়। তারা হলের গেটম্যানকে নিয়ে রুমের দরজা ভেঙে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পায় এবং উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যায়।’

রোকেয়ার ছোট ভাই মো. রুহুল আমিন জানান, মূলত আমরা পারিবারিকভাবে একটু সমস্যার মুখোমুখি ছিলাম গত কয়েকদিন। আপুকে আমি গতকালও কল দিই, জিজ্ঞেস করি তাকে ডিপার্টমেন্ট পরীক্ষা দিতে দিবে কিনা। আপু বলে, ‘না, দিতে পারব না।’ তখন আমি বলি, ‘না পারলে ক্যাম্পাসে থেকে কী লাভ এতদিন। বাড়িতে চলে এসো।’

Exit mobile version