কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের তিনদিন পার হলেও সন্ধান মেলেনি।
গত মঙ্গলবার (৮জুলাই) সকাল ৭টায় অরিত্র হাসানসহ ৩ জন সমুদ্রে ভেসে যায়।
নিখোঁজ অরিত্র হাসান বগুড়া সদরের নিধনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আপেল মাহমুদ বলেন, নিখোঁজ অরিত্র হাসানের সন্ধানে সাগর ও উপকূলের বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।
সী সেইফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মোহাম্মদ ওসমান গনি জানান, নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত উদ্ধারকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
ভেসে যাওয়া ৩ শিক্ষার্থীর মধ্যে ঘটনার দিন এম সাদমান রহমান সাবাব (২১) এবং বুধবার সৈকতে আসিফ আহমেদ (২২) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মৃত উদ্ধার ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।









