প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা রাঙানো হয়নি ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির। বিশ্বজয়ীদের রুখে দিয়েছে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস। স্টামফোর্ড ব্রিজে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
ঘরের মাঠে দাপট দেখিয়েছে স্বাগতিক চেলসি। বল দখল, আক্রমণে বেশ এগিয়ে ছিল দলটি। আক্রমণে আধিপত্য দেখালেও সফরকারীদের রক্ষণভাঙা সম্ভব হয়নি। অবশ্য স্বাগতিকদেরও বেশ ভুগিয়েছে ক্রিস্টাল। তবে তাদেরও জাল স্পর্শের সুযোগ হয়নি।
ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ক্রিস্টালকে এগিয়ে নেন এবেরেচি এজে। তবে ভিএআর বাতিল করে দেয় তা। মূলত ফ্রি কিক নেয়ার সময় প্যালেসের একজন খেলোয়াড় মানব-প্রাচীরের খুব কাছে দাঁড়িয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী, মানব-প্রাচীরের পাশে থাকা খেলোয়াড়কে কমপক্ষে ১ মিটার দূরে থাকতে হয়। নিয়ম না মানায় রেফারি ভিএআর যাচাই করে গোল বাতিল করে দেন এবং ইনডিরেক্ট ফ্রি কিক দেন প্রতিপক্ষকে।
প্রথমার্ধে একাধিকবার দুদলই সুযোগ তৈরি করে, তবে গোলশূন্য সমতায় শেষ হয় লড়াই। দ্বিতীয়ার্ধেও কেউ কারো রক্ষণ ভাঙতে পারেনি। পরে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।









