মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে শুরু করেন।
সকাল থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে শহীদ বেদী ফুলে ফুলে ছেয়ে যায়।
দিনের প্রথম প্রহরে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৬টা ৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধান উপদেষ্টা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আজ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোও দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।









