Advertisements
জলবায়ুর বিরূপ প্রভাবে মাটির লবণাক্ততা বৃদ্ধিসহ একাধিক কারণে উপকূলীয় এলাকায় চলতি মৌসুমে তরমুজের আবাদ কমেছে। জেলার অনেক স্থানেই সেচের অভাবে ব্যাহত হচ্ছে কৃষির উৎপাদন। এতে বাড়ছে পতিত জমির পরিমাণও। এই সংকট মোকাবেলায় পটুয়াখালীর কলাপাড়ায় ৮ জন কৃষক সম্মিলিত উদ্যোগে গড়েছেন ভিন্নরকম দৃষ্টান্ত।








