মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেনের করা আপিলের রায় আগামী ৩০ জুলাই।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানি শেষে আজ রায়ের এই দিন ধার্য করেন।
আদালতে মোবারকের পক্ষে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক শুনানি করেন। আর প্রসিকিউসন পক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মামলায় মোবারক হোসনেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে ২০১৪ সালের ২৪ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে রায়ের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে এক নম্বর অভিযোগে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তিন নম্বর অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর তিনটি অভিযোগ (২, ৪ ও ৫ নম্বর অভিযোগ) প্রমাণিত না হওয়ায় সেগুলোতে তাঁকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনালের এই রায়ের পর দণ্ডাদেশ বাতিল ও খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মোবারক ২০১৪ সালে আপিল করেন।









