ক্রিমিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভার আগেই কালো ধোঁয়ার বিশাল রাশিতে ছেয়ে যায় আকাশ। স্থানীয় কর্মকর্তারা ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোশ্যাল-মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে শনিবার ভোরে ক্রিমিয়ার প্রধান শহর সেভাস্তোপলের ওই অঞ্চলে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
মস্কো-নিযুক্ত আঞ্চলিক গভর্নর বলেছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এই হামলায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাশিয়া ইউক্রেনের শহরগুলিতে বিমান হামলা চালায়, যাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। গত কয়েক মাসের মধ্যে এটিই ছিল ইউক্রেনে রাশিয়ার এ ধরনের প্রথম হামলা।
ক্রিমিয়ান উপদ্বীপ ২০১৪ সালে রাশিয়া তার নিজের সাথে সংযুক্ত করে নিয়েছিল। এটি মস্কোর ব্ল্যাক সি ফ্লিটের প্রধান নৌ ঘাঁটির পরিচালনাস্থল।
রুশ কর্মকর্তারা একই এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর একটি ড্রোন হামলা প্রতিহত করার কথা জানানোর পাঁচ দিন পরে এই হামলাটি হল। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়া বারবারই হামলার মুখে পড়েছে।







