বাংলাদেশের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করবেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তাসকিন আহমেদ বলেন, ওয়ালটন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে ওয়ালটন ব্র্যান্ডের উপস্থিতি একজন বাংলাদেশি হিসেবে আমাকে গর্বিত করে। আজ সেই গর্বের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আমাদের গর্ব, আর সেই দলের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পেসার তাসকিন আহমেদ। ওয়ালটন এসিও বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। সর্বাধুনিক ও উদ্ভাবনী স্মার্ট ফিচার সংযোজনের মাধ্যমে ওয়ালটন এসি এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় তাসকিন আহমেদের যুক্ত হওয়া গ্রাহকদের জন্য আরও ইতিবাচক অভিজ্ঞতা বয়ে আনবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, ওয়ালটন এসি বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা অর্জন করেছে। আইওটি ও এআই প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব, এনার্জি ইফিশিয়েন্ট ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ এসি বাজারজাত করার মাধ্যমে ওয়ালটন টানা দুই বছর ‘বেস্ট ব্র্যান্ড’ সম্মাননা অর্জন করেছে।
স্থানীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারেও দ্রুত বাড়ছে ওয়ালটন এসির চাহিদা। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সম্প্রসারিত হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার।
ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রোল, ব্লুটুথ সুবিধাসহ নানা অত্যাধুনিক ফিচার। স্মার্টফোনের মাধ্যমে এসি নিয়ন্ত্রণের সুবিধার পাশাপাশি এতে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএসের মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি বাজারজাত করা হয়।









