পূর্বাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হয়েছে একপেশে।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। আরিফুল ইসলাম ও মাজহারুল ইসলাম করেন সমান ৪২ রান। আশরাফুল হাসান ২৩, অভিক ঘোষ ১৬ ও আহমেদ শরিফের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
উত্তরাঞ্চলের দুই পেসার সজীব আহমেদ ও রাজিউজ্জামান দেখান দাপট। দুজনই নেন দুটি করে উইকেট। রানও আটকে রাখেন তারা। সজীব ৯.১ ওভারে দেন ২৬ রান। রাফি ১০ ওভারে খরচ করেন ২৮ রান।
মাহফুজ হোসেন ও জাকারিয়া ইসলামও নেন দুটি করে উইকেট। তারা তুলনামূলক খরুচে ছিলেন। একটি করে উইকেট নেন রাকিবুল ইসলাম ও নাঈম আহমেদ।
১৭০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ বল আগেই জয় নিশ্চিত করে উত্তরাঞ্চল। সোহাগ আলী ৪৫ রানে অপরাজিত থাকেন। শিহাব জেমস ৪৫ রান করে আউট হন।
চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৮৯ রান। তাতে সহজ হয়ে যায় দলটির জয়ের পথ। ৪২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে।
পূর্বাঞ্চলের ইকবাল হাসান ও শামসুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন আহরার আমিন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনে বড় ভূমিকা রাখে এই টুর্নামেন্ট। নির্বাচকরা এ আসর থেকেই বেছে নেন অধিকাংশ ক্রিকেটার। ২০২৪ সালে হবে পরবর্তী যুব বিশ্বকাপ। ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি।







