বলিউডে গেল কয়েক বছর ধরে নায়িকাকেন্দ্রিক গল্প নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে। যেগুলো দর্শকদের কাছে প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার নারীকেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে আসছে ‘ক্রু’ সিনেমাটি। যেখানে প্রথমবারের মত
এক হচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন।
বলিউডের তিন সুন্দরী এক সিনেমায়। কিছু একটা তো ঘটবেই। ‘ক্রু’ সিনেমার ফার্স্টলুক পোস্টারেই দুষ্টুমির আভাস দিয়েছিলেন এই তিন অভিনেত্রী। এবার টিজারে বাধালেন তুলকালাম কাণ্ড। অনিল কাপুর, একতা কাপুর, শোভা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ক্রু’। পরিচালনায় রয়েছেন রাজেশ কৃষ্ণান।
১ মিনিট ৩৮ সেকেন্ডের ‘ক্রু’ সিনেমার টিজারে বিমানসেবিকার চরিত্রে দেখা গেছে টাবু, কারিনা ও কৃতিকে। টিজারে স্পষ্ট, আদ্যোপান্ত কমেডির মোড়কে সাজানো হয়েছে গল্প। এ তিন অভিনেত্রী ছাড়াও ক্রু সিনেমায় আছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতা।
টিজারে প্রথমেই দেখা গেছে, তিন বিমানসেবিকা লাগেজ নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করছেন। যাত্রীদের বিভিন্ন আবদার হাসিমুখে মেটালেও আড়ালে গিয়ে বিরক্তি প্রকাশ করছেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পায় তারা। সেটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা আঁটে এ তিন বিমানসেবিকা।
সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। ক্রু সিনেমায় থাকছে ‘খলনায়ক’ সিনেমার জনপ্রিয় গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। গানটির নতুন ভার্সনে পারফর্ম করেছেন টাবু, কারিনা ও কৃতি।
আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ক্রু’। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, এয়ারলাইন ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প তুলে ধরা হবে এ সিনেমায়। বিমানসেবিকাদের সংগ্রামের গল্প জানা যাবে। সিনেমাটি শুধু দর্শকদের মনোরঞ্জন করবে তা-ই নয়, অনুপ্রাণিতও করবে।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস







