ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়োজিত জ্যেষ্ঠ ব্যক্তিদের কর্পোরেট ক্রেডিট কার্ড বাতিল করেছে। ইংলিশ ক্লাবটির অংশীদার স্যার জিম র্যাটক্লিফ রেড ডেভিলদের লাভ এবং টেকসই বিধিবিধান মেনে চলতে সহায়তার জন্য একটি খরচ পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত এলো।
গত গ্রীষ্ম মৌসুমে ইউনাইটেড উয়েফার আর্থিক স্থায়ী বিধি লঙ্ঘনের কারণে ২ লাখ ৫৭ হাজার পাউন্ড জরিমানার কবলে পড়ে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকারও বেশি।
সবশেষ দুই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ জায়ান্টরা অতিমাত্রায় খরচ করে। ২০২২ সালের জুন থেকে নতুন খেলোয়াড় কেনায় ক্লাবটির ব্যয় হয় ৩৮১ মিলিয়ন পাউন্ড। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে গ্রুপপর্ব থেকে বাদ পড়ায় রাজস্ব হ্রাসও আর্থিক সমস্যার কারণ হিসেবে দেখা দিয়েছে।
ক্লাবের একটি সূত্র নিশ্চিত করেছে, আর্থিক পর্যালোচনার ফলে বিভাগীয় প্রধানদের তাদের কর্পোরেট ক্রেডিট কার্ড অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে অতি ব্যয়ের প্রবণতার সংস্কৃতি পরিবর্তন করা যায়। একইসঙ্গে ফুটবলের মূল উদ্দেশ্যগুলোতে মনোযোগ রেখে ব্যয়-কেন্দ্রিক বিষয়াদি শৃঙ্খলাবদ্ধ থাকে।
ইউনাইটেডের সকল বিভাগের প্রধানরা বিভাগীয় বাজেট মূল্যায়ন, অর্থ সাশ্রয় এবং ফলাফল উন্নত করার উপায়গুলো খুঁজতে পরামর্শদাতাদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।







