আগামীকাল শুক্রবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান পালন ও ঢাকা মহানগরে শান্তিশৃঙ্খলা রক্ষায় আতশবাজি ছাড়াও পটকা, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য ফোটানো এবং ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ।
এই দিন সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স ২৮ ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।









