স্লো ওভার রেটের কারণে লাল কার্ডের প্রচলন শুরু করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। প্রথম ক্রিকেট দল হিসেবে লাল কার্ড দেখার অভিজ্ঞতা হল ত্রিনবাগো নাইট রাইডার্সের। অধিনায়ক কাইরেন পোলার্ডের সিদ্ধান্তে মাঠের বাইরে চলে যান সুনীল নারিন।
নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়া দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। কোন খেলোয়াড় যাবেন সেটা নির্ভর করবে দলটির অধিনায়কের উপর।
প্রায়শই ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে নির্ধারিত সময় অতিক্রম করে শেষ হয় ম্যাচ। এমন ঘটনা রুখতে আইসিসি তিনটি ফরম্যাটেই নির্ধারিত সময়ের ভেতর সব ওভার শেষ করতে না পারা আন্তর্জাতিক দলগুলোর জন্য জরিমানা চালু করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা হয় পয়েন্টও।
সিপিএল অবশ্য ভিন্ন পথে হেঁটেছে। তাতে সমালোচনাও হচ্ছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষের ফুটবলের মতো খেলোয়াড় মাঠের বাইরে বের করার নিয়মে চটেছেন পোলার্ড। তার কাছে বিষয়টি স্রেফ হাস্যকর।
‘সত্যি বলতে, এমন নিয়ম প্রত্যেকের করা কঠোর পরিশ্রম শেষ করে দেবে। আমরা দাবার গুটির মতো এবং আমাদের যা বলা হয় তাই করতে যাচ্ছি। যতদ্রুত সময়ের ভেতর সম্ভব আমরা খেলতে চাচ্ছি। এ ধরনের টুর্নামেন্টে ৩০-৪৫ সেকেন্ডের জন্য যদি আপনাকে শাস্তি দেয়া হয়, তা একেবারেই হাস্যকর।’
নিয়ম অনুযায়ী প্রতিটি ইনিংস ৮৫ মিনিটে শেষ করতে হবে। তা না হলে বোলিং করা দলকে শাস্তির মুখে পড়তে হবে। ১৭তম ওভার শেষ করতে হবে ৭২ মিনিটে, ১৮তম ওভার ৭৬ মিনিট ৩০ সেকেন্ডে এবং ১৯তম ওভার ৮০ মিনিট ৪৫ সেকেন্ডে শেষ করতে হবে।
লাল কার্ড দেখা ম্যাচে অবশ্য ৬ উইকেটে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। আগে ব্যাট করা সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৫ উইকেটে তোলে ১৭৮ রান। জবাবে নিকোলাস পুরানের ৩২ বলে ৬১, পোলার্ডের ১৬ বলে ৩৭ ও আন্দ্রে রাসেলের ৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ত্রিনবাগো।
সিপিএলে স্লো ওভার রেটের জন্য শাস্তিগুলো যেমন হবে-
*১৮তম ওভার শুরুর আগে যদি নির্ধারিত সময় থেকে পেছনে থাকে কোনো দল, শাস্তি হিসেবে একজন খেলোয়াড় ৩০ গজের ভেতরে চলে আসবে।
*১৮তম ওভার শুরুর আগে যদি নির্ধারিত সময় থেকে পেছনে থাকে কোনো দল, শাস্তি হিসেবে একজন খেলোয়াড় ৩০ গজের ভেতরে চলে আসবে।
*১৯তম ওভারেও যদি বল করা দল পিছিয়ে থাকে, শাস্তি হিসেবে দুজন খেলোয়াড় ৩০ গজের ভেতর চলে আসবে। তখন বৃত্তের ভেতর মোট খেলোয়াড় থাকবে ছয় জন।
*শেষ ওভার অর্থাৎ, ২০তম ওভারেও যদি ফিল্ডিং করা দল নির্ধারিত সময়ের বেশি সময় নেয়, সেক্ষেত্রে দলটির একজন খেলোয়াড়কে আম্পায়ার লাল কার্ড দেখাবেন। তবে কোন খেলোয়াড় বাইরে যাবে সেটা নির্ভর করবে দলটির অধিনায়কের উপর। তখনও ৩০ গজের ভেতর মোট ছয় জন খেলোয়াড় থাকবে।
*ব্যাটিং দলের জন্যও শাস্তি রয়েছে। তাদের উপর দায়িত্ব থাকবে খেলা চলমান রাখা। আম্পায়ারদের থেকে প্রথম সর্বশেষ সতর্কবার্তা পাওয়ার পর সময় নষ্টের জন্য ৫ রান করে জরিমানা হবে।








