কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দু’টি সাইট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সামনে এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
প্রেস উইং সূত্র জানায়, বেবিচক কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে।
এর আগে, ঢাকায় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজার যান। তাদেরকে বহনকারী বাংলাদেশে বিমানের ফ্লাইট দুপুর ১২টা ৪৮ মিনিটে কক্সবাজারে পৌঁছে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
নেমে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। আর প্রধান উপদেষ্টা বিমানবন্দরের সাইট পরিদর্শনে যান। সেখানকার কর্মসূচি সেরে ড. মুহাম্মদ ইউনূসও এখন রোহিঙ্গা ক্যাম্পের পথে।
প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। এরপর সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন দু’জনেই।







