কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগর বিচ এলাকায় ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিং’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। প্যারাসেইলিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে ভাসমান অবস্থা থেকে সমুদ্রে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া আফসান জ্যাবিন অদিতির অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত।
মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার বাদী ও বিবাদীর সাক্ষাৎকার নেন।
গত ২৪মে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর বিচ এলাকায় ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিংয়ের দড়ি ছিঁড়ে উপর থেকে সমুদ্রে পড়ে গিয়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন পর্যটক আফসান জ্যাবিন অদিতি। ঘটনায় কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৯মে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলায় তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা। তিনি ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।
দুর্ঘটনার পর ১০ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।









