ভারতের নয়ডায় বন্যার পানিতে আটকা পড়া প্রাণীদের উদ্ধারে নেমেছে সেখানকার উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে তারা ‘প্রীতম’ ব্লাডলাইনের একটি ষাঁড়কেও উদ্ধার করেছে যার দাম বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গবাদি পশু উদ্ধারকারী দলের ছবি এবং ভিডিও পোস্ট করে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) অষ্টম ব্যাটালিয়ন এক টুইটে জানায়, উদ্ধারকারীদের একটি দল নয়ডা থেক ভারতের ১ নম্বর ষাঁড় ‘প্রিতম’সহ ৩টি গবাদি পশু উদ্ধার করেছে। প্রিতমটির মুল্য ১ কোটি রুপি।
গত কয়েকদিনে যমুনার পানি বেড়ে নয়ডা নদীর তীর বরাবর প্রায় ৫৫০ হেক্টর জমি প্লাবিত হয়েছে এবং ওই অঞ্চলের ৫ হাজারেরও বেশি লোককে বাস্তুচ্যুত করেছে। তলিয়ে গেছে আটটি গ্রাম।







