করোনাভাইরাসের কারণে গতবছরের মার্চে বন্ধ হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। ১০০দিন বিরতি দিয়ে খেলা মাঠে গড়ায়। সেই স্বস্তিতে ফের শঙ্কার মেঘ একবছরের মাথায়। সংক্রমণ ঝুঁকিতে লিগটির খেলা।
রোববার স্কোয়াডে কোভিড আক্রান্তের খবর দিয়ে টটেনহ্যাম ও ব্রাইটনের ম্যাচ স্থগিত করা হয়েছে। দুদিন পর দুঃসংবাদ বেড়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার কয়েকজন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন। তাতে লিগ চালিয়ে যাওয়া নিয়েই প্রশ্ন উচ্চকিত হতে শুরু করেছে।
মঙ্গলবার ক্যারিংটনে রেড ডেভিলদের ট্রেনিং একদিনের জন্য বন্ধ করার নির্দেশ এসেছে। বিকেলে ম্যানইউ জানায়, ব্রেন্টফোর্ডে তাদের যাওয়াটা নিরাপদ হবে কিনা সেটি নিয়ে তারা ভাবছে।
এতকিছুর পরও টটেনহ্যামকে বৃহস্পতিবার লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে। কিন্তু তারা খেলতে পারবে একটি শর্তে, যদি স্বাস্থ্য নিরাপত্তা এজেন্সি খেলার অনুমতি দেয়।
বড়দিনের সময়টাতে এমনিতেই প্রিমিয়ার লিগের দলগুলোর ব্যস্ত সময় কাটে। কোভিডের কারণে যদি ম্যাচ স্থগিত হতে থাকে, সূচি ঠিকঠাক রাখাই কঠিন হয়ে যাবে।







