ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেপ্তার করা হলে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর আদালত ঠিক করবেন আসামিদের সাবজেল না কি অন্য কোনো কারাগারে পাঠাবেন। প্রসিকিউসন জানিয়েছে, সারাদেশে অপরাধ সংঘটনে নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী যে শেখ হাসিনাকে উসকানি দিয়েছেন তা প্রমাণ করা গেছে।








