ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নাচ এবং সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় আমির মোহাম্মদ আহমাদি ও তার বাগদত্তা আসতিয়াজ হাকিকিকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত।
ভিডিওতে দেখা যায়, তারা ইরানের রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে গানের তালে নাচছেন এবং একে-অপরকে জড়িয়ে ধরছেন।
আমির-হাকিকির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না।
গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ। যদিও আমির-হাকিকির এই নাচের ভিডিওর সঙ্গে ইরানে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই তবুও অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, তারা ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করার পর তাদের আটক করা হয়, যেখানে তাদের প্রায় ২০ লাখ অনুসারী আছে।