অভিজ্ঞ ও তারকা দুই ক্রিকেটার কলিন অ্যাকেরম্যান ও রোয়েলফ ফন ডের মেরউইকে ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দল দিয়েছে নেদারল্যান্ডস। কাউন্টি ক্রিকেটে খেলতে প্রতিশ্রুতি থাকায় তাদের বিশ্বকাপে দেখা যাবে না। চোটের কারণে বাদ পড়েছেন ব্রেন্ডন গ্লোভার এবং টিম ফন ডের গুগেন।
ইংল্যান্ডের কাউন্টি টি-টুয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি সাংঘর্ষিক হওয়াতে অ্যাকেরম্যান ও রোয়েলফ জাতীয় দলে নেই। তারা যথাক্রমে ডারহাম এবং সমারসেটে খেলেন। যদিও ডারহাম এবং কেন্টে খেলা বাস ডে লেডে ও ফ্রেড ক্লাসেনকে বিশ্বকাপের ছাড়পত্র দেয়া হবে।
বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরাম প্রথমবার ডাচদের টি-টুয়েন্টিতে ডাক পেয়েছেন। কিশোর বয়সে নেদারল্যান্ডসের হয়ে প্রথম শ্রেণির এবং লিস্ট-এ ক্রিকেট খেলেছেন।
স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে কমলাবাহিনী এবার বিশ্বকাপে অংশ নেবে। ডি-গ্রুপে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল ও সাউথ আফ্রিকা। শনিবার শুরু হতে চলা স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলটি প্রস্তুতি নেবে।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: আরিয়ান দত্ত, বাস ডে লেডে, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিংলে, বিক্রমজিৎ সিং, ভিভিয়ান কিংমা, ওয়েসলি বারেসি।
ট্রাভেলিং রিজার্ভ: কাইল ক্লেইন।









