উদ্বোধনের অপেক্ষায় রেলওয়ের মেগা প্রকল্প যমুনা রেল সেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ রেলসেতুর পুরোটাই এখন যমুনার বুকে দৃশ্যমান। এখন চলছে নদীর দু’পাড়ে সংযোগ রেলপথ ও অত্যাধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই দেশের দীর্ঘতম রেলসেতুটি উদ্বোধন হবে।
যমুনা রেলওয়ে সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানিয়েছেন, যমুনায় বুকে রেলসেতুর মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মোট ৫০টি পিয়ার আর ৪৯টি স্প্যানসহ অন্য সব কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
যমুনা সেতুর ৩০০ মিটার উজানে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেলসেতু। ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে স্প্যানগুলো। এটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ক্ষেত্রে নবদিগন্তের সূচনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও পরিবর্তন আসবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেলসেতুর ওপর দিয়ে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে।









