দেশে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। রাত থেকে আগামী ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ (৩ ডিসেম্বর) বুধবার রাত থেকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম।
বিডব্লিউওটি জানায়, বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।
এছাড়া পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর এবং শ্রীমঙ্গল এলাকাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে।
আপাতত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম, তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় অল্প সময়ের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে।









