বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকার কারণে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, অনির্বাচিত সরকারের কারণে দেশী-বিদেশী বিনিয়োগ আসছে না, যার ফলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুরে আয়োজিত রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, যেকোনো সংস্কার বা পরিবর্তন দেশের জনগণের মতামত ও সমর্থন নিয়ে করতে হবে। কোনো বিশেষ গোষ্ঠী বা দলের চিন্তার মাধ্যমে পরিবর্তন আনলে তা কখনোই টেকসই হয় না।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি এমদাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার এবং রংপুর বিভাগের ৮ জেলার চেম্বার অব কমার্স ও বিএনপি নেতারা। তারা রংপুর অঞ্চলের দীর্ঘদিনের অর্থনৈতিক অবহেলা, বিনিয়োগ সংকট এবং অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা অবিলম্বে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।









