এই মুহুর্তে দেশে গ্যাসের সংকট আছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া বাসা বাড়িতে গ্যাস দেওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি।
আজ (১২ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অম্বরনগরে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের জ্বালানি উপদেষ্টা এসব বলেন।
ফাওজুল কবির খান বলেছেন, এই মুহুর্তে বাসা বাড়িতে গ্যাস দেওয়া হবে, আমাদের জন্য এটি হবে মিথ্যা আশ্বাস। কারণ দেশে গ্যাসের সংকট রয়েছে। তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এই বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।
এসময় বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশসন কোম্পানী লি. (বাপেক্স) এর উধ্বর্তন কর্মকর্তা, নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশসহ বিভিন্ন স্তুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









