চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানাল যেসব দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:26 pm 03, January 2026
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

Advertisements

ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলা ও প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশি কলম্বিয়া, কিউবা, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘বৃহৎ পরিসরের হামলা’ চালিয়েছে।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘গ্রেফতার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে’। তিনি বলেন, এই অভিযানটি ‘মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে’ পরিচালিত হয়েছে।

শনিবার ভোরে ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর মধ্য দিয়ে পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে—যা নিয়ে ভেনেজুয়েলাবাসী কয়েক সপ্তাহ ধরেই আশঙ্কায় ছিলেন। ফক্স নিউজ ও সিবিএস নিউজসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম আগেই জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিতে হামলা চালিয়েছে।

এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলায় ‘নতুন ভোর’ শুরু হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলার জন্য এক নতুন ভোর। স্বৈরাচারের পতন হয়েছে। অবশেষে সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে।

প্রাথমিক প্রতিক্রিয়ায় মাদুরো যুক্তরাষ্ট্রকে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন চালানোর অভিযোগ করেন। মাদুরোর সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার যে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন চালিয়েছে, ভেনেজুয়েলা তা প্রত্যাখ্যান, নিন্দা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ধিক্কার জানাচ্ছে।

এই হামলার প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশও নিজেদের অবস্থান জানাচ্ছে।

কলোম্বিয়া

এক্সে দেওয়া একাধিক পোস্টে কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লেখেন, ভেনেজুয়েলার ওপর হামলা হয়েছে—এ কথা সারা বিশ্বকে জানাচ্ছি। তিনি বলেন, শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান এবং জীবন ও মানব মর্যাদার সুরক্ষাই যে কোনও ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকতে হবে—এই বিশ্বাস কলোম্বিয়া পুনর্ব্যক্ত করছে।

আরেকটি পোস্টে পেত্রো বলেন, কলোম্বিয়া ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আগ্রাসন প্রত্যাখ্যান করে। পরে তিনি ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন।

কিউবা

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক মাধ্যমে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় অপরাধমূলক হামলা চালানোর অভিযোগ তোলেন এবং জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান।

এক্সে দেওয়া পোস্টে দিয়াস-কানেল বলেন, কিউবার তথাকথিত শান্তির অঞ্চল কে নির্মমভাবে আঘাত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন, যা শুধু ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেই নয় বরং সমগ্র আমাদের আমেরিকার বিরুদ্ধে পরিচালিত।

বিবৃতির শেষে তিনি বিপ্লবী স্লোগান উচ্চারণ করেন: ‘স্বদেশ না মৃত্যু—আমরা জয়ী হব।’ বিশ্বজুড়ে বিভিন্ন কিউবান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে হাভানা জানায়, তারা ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানাচ্ছে’। একই সঙ্গে এটিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘জরুরি প্রতিক্রিয়া’ দাবি করা হয়।

রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার বিরুদ্ধে সংঘটিত ‘সশস্ত্র আগ্রাসন’ নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে আরও উত্তেজনা রোধ করা এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ।’ মন্ত্রণালয় আরও জানায়, ‘ভেনেজুয়েলাকে অবশ্যই বাইরের কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়া নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।’

তারা যোগ করে, ‘ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নেতৃত্বের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

ইউরোপীয় ইউনিয়ন

ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস জানান, তিনি ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এক্সে দেওয়া বিবৃতিতে কালাস বলেন, ‘ইইউ ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, ‘ইইউ বারবার বলেছে যে মাদুরোর বৈধতা নেই এবং তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে। যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা মানতে হবে। আমরা সংযমের আহ্বান জানাই। দেশটিতে অবস্থানরত ইইউ নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়।

স্পেন

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় উত্তেজনা প্রশমিত করা, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানায়। একই সঙ্গে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করে মাদ্রিদ।

ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তিনি ভেনেজুয়েলার পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন’, একই সঙ্গে দেশটিতে থাকা ইতালীয় নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের দিকেও নজর রাখছেন।

মেলোনি বলেন, তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় ১ লাখ ৬০ হাজার ইতালীয় নাগরিক বসবাস করছেন, যাদের অধিকাংশেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনিকোলাস মাদুরোপ্রতিক্রিয়াভেনেজুয়েলায় মার্কিন হামলামার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন বৈধ ঘোষণা

পরবর্তী

খালেদা জিয়ার মনোনয়নপত্র বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা

পরবর্তী
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মনোনয়নপত্র বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা

বিএনপির গুলশান কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

সর্বশেষ

জামায়াত, এনসিপিসহ চার দলকে সতর্ক করলো ইসি

January 20, 2026
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে দোয়া মাহফিলে বক্তব্য দেন।ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

January 20, 2026
কক্সবাজার জেলা নির্বাচন অফিস

কক্সবাজারে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

January 20, 2026
ছবি: সংগৃহীত

নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

January 20, 2026

সিলেটের কাছে হেরে নিধাস ট্রফির ফাইনালের স্মৃতিচারণ করলেন লিটন

January 20, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version