করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী আশু আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরযওয়ালা বৃহস্পতিবার জানান, সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট সোনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৮ জুন সোনিয়া গান্ধীর হাজিরা দেওয়ার কথা। তার আগে করোনা আক্রান্ত হলেন তিনি।







