ক্লাব ফুটবলে গোল করার ধারাবাহিকতা জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন করিম বেনজেমা। চোখ জুড়ানো গোল করে ফ্রান্সকে এনে দিয়েছিলেন লিড। তবে এই ফ্রেঞ্চম্যান নন, ম্যাচ শেষে নায়ক আন্দ্রেয়াস কর্নেলিয়াস। ২৯ বর্ষী খেলোয়াড়ের কাছেই হারল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের খেলায় ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরের হয়ে খেলা ডেনিশ স্ট্রাইকার কর্নেলিয়াস করেন জোড়া গোল।
প্রথমার্ধের খেলা গোলশুন্যভাবে শেষ হয়। ৫১ মিনিটের মাথায় ডি-বক্সে ঢুকে পড়া ক্রিস্টোফার এনকুনকুর ব্যাক পাসে বল নেন বেনজেমা। ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝ থেকে ডান পায়ে বল রিসিভ করে বাম পায়ে নিয়ে সামনের দুইজনকে কাটান ৩৪ বর্ষী রিয়াল স্ট্রাইকার। এরপর আবারো পা বদলের ঝলক দেখিয়ে বাম পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে তিনি ফ্রান্সকে এগিয়ে দেন।
ম্যাচের ৬৮ মিনিটে পিয়েরে-এমিল হজবার্গের বাড়ানো বল আদায় করে গোলমুখে থাকা কর্নেলিয়াস ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।
ড্রয়ের পথে এগিয়ে চলা খেলার ৮৮ মিনিটে জোয়াকিম মাহেলের পাসে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন কর্নিলিউস। প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে পাহারা দিলেও শেষ রক্ষা হয়নি। বাম পায়ের উঁচু শটে গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করে কর্নিলিউস জয়সূচক গোলটি করেন।
গ্রুপে আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে তাদের মাটিতে ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।







