মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) অভিনেত্রী নেহা ধূপিয়া ও বিপাশা বসু এবং প্রযোজক-পরিচালক একতা কাপুরকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে। শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড (বর্তমানে বন্ধ) থেকে তারা কত টাকা নিয়েছিলেন, সেই তথ্য সংগ্রহ করতে চাইছে পুলিশ।
এই সময়ে শিল্পা শেঠি-কুন্দ্রা দম্পতির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ গঠন হয়েছে এবং প্রায় ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় তদন্ত চলছে। বেস্ট ডিল টিভি শিল্পা শেঠি, কুন্দ্রা ও অভিনেতা অক্ষয় কুমারের উদ্যোগে চালু হয়েছিল এবং একে ভারতের প্রথম সেলিব্রিটি-ভিত্তিক টেলিশপিং চ্যানেল হিসেবে প্রচার করা হয়েছিল।
সূত্রের বরাতে জানা গেছে, ইওডব্লিউ তাদের কাছে জানতে চাইবে কত টাকা তারা পেয়েছেন এবং সেই অর্থ কীভাবে বিতরণ করা হয়েছিল। খুব শিগগিরই এ বিষয়ে চিঠি পাঠানো হবে।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, বেস্ট ডিল টিভি প্রমোশন ও ব্র্যান্ডিংয়ের জন্য একাধিক সেলিব্রিটিকে অর্থ প্রদান করেছিল। এখন দেখা দরকার সেই অর্থ লেনদেনে কোনো অনিয়ম হয়েছিল কি না। কোম্পানির তহবিল অপব্যবহার হয়েছে বলে অভিযোগ থাকায় প্রতিটি লেনদেন খতিয়ে দেখছে পুলিশ।
শিল্পা-রাজের বিরুদ্ধে চলমান এই মামলাটি দায়ের করেছিলেন ৬০ বছর বয়সী ব্যবসায়ী দীপক কোঠারি, যিনি লোটাস ক্যাপিটাল ফাইন্যান্স সার্ভিসেস নামের এক নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। তার অভিযোগ, শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে ৬০.৪ কোটি টাকার লোন-কম-ইনভেস্টমেন্ট চুক্তিতে প্রতারণা করা হয়েছে।
অন্য এক সূত্র জানায়, ইওডব্লিউ বেস্ট ডিল টিভিতে প্রচারিত শো ও প্রমোশনাল ভিডিওর কপি চাইছে, যেখানে সেলিব্রিটিরা অংশ নিয়েছিলেন। তবে কুন্দ্রা দাবি করেছেন, সব সিডি ও হার্ডডিস্ক আগেই ক্রাইম ব্রাঞ্চের প্রোপার্টি সেল জব্দ করেছে তার বিরুদ্ধে চলা পর্ন মামলার তদন্তে। ফলে ইওডব্লিউ এখন সেই উপকরণ ক্রাইম ব্রাঞ্চ থেকে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে চলতি মাসেই শেঠি ও কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়। এলওসি হলো এক ধরনের নোটিশ, যার মাধ্যমে কাউকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয় বা তাদের গতিবিধির ওপর নজরদারি রাখা হয়।
গত সপ্তাহে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের পর কুন্দ্রা বলেন, তিনি কোনো অন্যায় করেননি এবং সত্য একদিন প্রকাশ পাবে বলে আশা করছেন। –এনডিটিভি









