কোপা আমেরিকা শুরুর আগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচে নামছে ইকুয়েডরের বিপক্ষে। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা সেটি নিয়ে ধোঁয়াশা ছিল। যা পরিষ্কার করেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে গড়াবে মেসিদের ম্যাচ। আগেরদিন মেসির খেলা সম্পর্কে স্কালোনি জানিয়েছেন, ‘আগামীকাল মানুষ মেসিকে দেখতে পাবে। সে অবশ্যই কিছুটা সময় খেলবে। খেলতে নামার আগে প্রতিটি খেলোয়াড়কে সুস্থ থাকতে হবে এবং এ বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি।’
‘আমি দেখছি মেসি খেলছে। আমি জানি না সেটা কত সময় হবে, হতে পারে ৩০ মিনিট, ৬০ মিনিট বা যাইহোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সমর্থকরা তাকে মাঠে দেখতে চাইছে।’
এখনও সেরা একাদশ ঠিক না করা স্কালোনি জানিয়েছেন, ‘আমি এখনও দল ঠিক করিনি। কারণ আমাকে ছয়টি পরিবর্তন ঠিক করে দল সাজাতে হবে এবং তার মূল্যায়ন করতে হবে।’
ইন্টার মিয়ামিতে খেলা মেসি আর্জেন্টিনার হয়ে সবশেষ ২০২৩ সালের অক্টোবরের ১২ তারিখে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনায় হওয়া ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বিশ্বচ্যাম্পিয়ন দলটি। কোপার আসরের জন্য এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা।









