ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্পেন। প্রথমার্ধেই তিন গোল এগিয়ে যায় স্পেনিয়ার্ড দলটি। আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ ও দানি কারভাহালের গোলে ৩-০তে জিতেছে ২০০৮ ও ২০১২ এর চ্যাম্পিয়নরা।
জার্মানির বার্লিনে বাংলাদেশ সময় রোববার রাতে শুরু হওয়া ম্যাচে ৪৬ শতাংশ সময় ধরে বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের। ১১টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, ক্রোয়েশিয়া ১৬টি শটের ভেতর ৫টি লক্ষ্যে রাখে।
শুরু থেকে ক্রোয়েশিয়াকে চাপে রাখা স্পেনের সাফল্য আসে ২৯ মিনিটে। ফ্যাবিয়ান রুইজের বাড়ানো বল বক্সের মাঝখান বাঁ-পায়ের শটে গোল করেন আলভারো মোরাটা। এর তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন রুইজ। বলটি বানিয়ে দেন প্রেদ্রি।
২-০তে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরও একটি গোল করে স্পেন। ৪৫ মিনিটের সঙ্গে যোগ করা অতিরিক্ত সময়ে দানি কারভাহালের গোলের ব্যবধান ৩-০ করে বিরতিতে যায় দল দুটি। বিরতি থেকে ফিরে চেষ্টা করলেও দুই দলের কেউই আর জালের দেখা পায়নি। শেষপর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস দে লা ফুয়েন্তের দল।









