চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের মাংসপেশির পুরোনো চোট ফিরে আসায় পেরুর সঙ্গে কোপা আমেরিকার পরবর্তী ম্যাচে খেলবেন না এই কিংবদন্তি। অধিনায়কের দায়িত্ব পালন অ্যাঙ্গেল ডি মারিয়া।
যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচে কোচ লিওনেল স্কালোনিকে পাচ্ছে না আর্জেন্টিনা। এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছেন স্কালোনি। ১৫ হাজার ডলার জরিমানাও গুণতে হবে বিশ্বজয়ী কোচকে।
চিলির বিপক্ষে ম্যাচের পরই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে। ওই ম্যাচে পুরোপুরি ফিট না থাকার পরও তিনি খেলেছিলেন। ডানপায়ের ঊরুতে পাওয়া চোট নিয়ে খেলায় তার অস্বস্তি বেড়েছিল তার। চিলির বিপক্ষে ১-০তে জয়ের পর ৩৭ বর্ষী মেসি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’
পেরুর বিপক্ষে ম্যাচে আগে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর কিছুটা সমস্যা হয়েছিল। যে কারণে আমরা পেরুর ম্যাচে তাকে বিশ্রামে রাখছি। চোটের কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা কয়েক দিনের পর্যবেক্ষণ দরকার।’
এদিকে, কোপা আমেরিকায় গ্রুপপর্বের দুই ম্যাচের প্রথমার্ধের বিরতি শেষে ডাগআউটে ফিরতে দেরি করেছেন স্কালোনি। এতে ভঙ্গ হয়েছে কনমেবল অঞ্চলের নিয়মের ধারা ১০৪ ও ১৪৫। ফলে আলবিসেলেস্তে কোচকে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে। একই কারণে চিলি কোচ রিকার্দো গারেকাও বিরতির পর মাঠে দেরিতে ফেরায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এ-গ্রুপে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে একটি জয় ও হারে দুইয়ে থাকা কানাডার পয়েন্ট ৩। গোল ব্যবধানে এগিয়ে তিনে থাকা চিলি ও তলানিতে থাকা পেরুর পয়েন্ট ১।









