কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে দুদলই লড়াই করছে সমানে-সমান। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে শিরোপার ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়েছে।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার সকালে ফাইনাল মহারণ শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা স্টেডিয়াম গেটের বাইরে। বিশৃঙ্খলা করে কলম্বিয়ান সমর্থকরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে ৭টা ২০ মিনিটে খেলা শুরু হয়।
ম্যাচের প্রথমার্ধে ৪৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ৩টি শটের মধ্যে ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, কলম্বিয়া ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি।
প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। গঞ্জালো মন্টিয়েলের বাড়ানো ক্রস থেকে বল পান জুলিয়ান আলভারেজ। বক্সের ভেতর থেকে শট নিয়ে জালে জড়াতে পারেননি এ ফরোয়ার্ড।
মিনিট তিনেক পর পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া, তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। লুইস ডিয়াজের গড়ানো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
পরের মিনিটেই রদ্রিগেজের বাড়ানো বলে করডোভা শট করলে তার বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। যার ফলে এবারও হতাশ হতে হয় কলম্বিয়াকে।
১৩ মিনিটে আবারও আক্রমণে যায় কলম্বিয়া। এবার রদ্রিগেজের বাড়ানো বলে কুয়েস্তা হেড করলে সহজে তালুবন্দি করেন মার্টিনেজ। ৩৩ মিনিটে দারুণ এক শট নেন লারমা। মার্টিনেজের হাতে লেগে বল মাঠের বাইরে চলে যায়। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারায় গোলশূণ্য বিরতিতে যেতে হয় দুদলকে।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/07/sust-75x75.jpg)






