পেরুর বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপপর্বে লিওনেল মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পেশির পুরনো চোটের কারণে অনুশীলন করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
আর্জেন্টিনার গণমাধ্যমে প্রতিবেদন, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মিয়ামি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করেছে। ফুটবলাররা মেডিকেল পরীক্ষা এবং কাইনসিওলজি সেশনে অংশ নেয়।
৩৭ বর্ষী আর্জেন্টাইন মহাতারকা পেশিতে ব্যথা অনুভব করছেন। গত সোমবার চিলির বিপক্ষে ম্যাচের সময় তার সংক্ষিপ্ত সময়ের জন্য চিকিৎসা নেয়ার প্রয়োজন হয়েছিল।
পেরুর বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ হতে পারে বলেই মনে করছেন এলএম টেন। তার দল ইতিমধ্যে দুই জয়ে পরের রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করেছে।
‘চিলির বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছিলেন, আমার সংযোজক পেশি কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। আমি আলগা থাকতে পারিনি, এটা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। তবে খেলাটি শেষ করতে পেরেছি। তাই আগামী কয়েক দিনের মধ্যে এটার উন্নতি কতটুকু হয়, তা দেখব।’
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসির ফিটনেস নিয়ে মেডিকেল আপডেট দেয়নি। ডিফেন্ডার মার্কোস অ্যাকুনাও মিয়ামিতে অনুশীলনের সময় পেশিতে আঘাত পেয়েছিলেন।









