কোপা আমেরিকায় দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তৃতীয়বার তাদের। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে নতুন এক রেকর্ডও গড়েছে লিওনেল স্কালোনির দল। কোপার সর্বোচ্চ ১৬ শিরোপা এখন আলবিসেলেস্তেদের।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে কলম্বিয়াকে ১-০ গোল হারিয়েছে আর্জেন্টিনা। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে ফাইনাল শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা ছিল স্টেডিয়াম গেটের বাইরে। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়। অতিরিক্ত সময়ে লৌতারো মার্টিনেজের গোলে আসে ফল।
১৯১৬ সাল থেকে চলা কোপার ৪৭টি আসরের মধ্যে আর্জেন্টিনা-উরুগুয়ে-ব্রাজিলেরই বেশি দাপট। তিন দলের সবমিলিয়ে শিরোপা ৩৯টি। দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে চিলি, পেরু, ও প্যারাগুয়ে। বলিভিয়া ও কলম্বিয়া শিরোপা নিয়েছে একবার করে।
২৮ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়াকে কাঁদিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাতে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
১৫বার করে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে ছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার এখন হল ১৬টি, উরুগুয়ে থাকল দুইয়ে। তৃতীয় সর্বোচ্চ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোপায় শিরোপা সংখ্যা ৯টি।
এই জয়ে একটি ত্রিমুকুটও পেয়ে গেল আর্জেন্টিনা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ আবার মহাদেশীয় শিরোপা জিতে স্পেনের পর টানা জয়ের গৌরব অর্জন করেছে লিওনেল মেসি বাহিনী। ২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল ২০২৪ সালের কোপা আমেরিকা। স্পেন কীর্তি গড়েছিল ২০১০ বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছিল ২০০৮ ও ২০১২ সালে।









