কোপা আমেরিকার চলতি আসরে ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি তাই স্মরণীয় করে রাখতে চান লিওনেল মেসি। শিরোপা জয়ের সঙ্গে ডি মারিয়ার কাছ থেকে গোলের আশাও করছেন কিংবদন্তি।
আর্জেন্টিনার দীর্ঘ শিরোপাখরা কাটে ২০২১ সালে, ডি মারিয়ার জয়সূচক গোলে কোপা জিতে নেয় আর্জেন্টিনা। পরে ২০২২ সালে লা ফিনালিস্সিমা, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন তিনি। বয়সে মেসির চেয়ে ডি মারিয়া আট মাসের ছোট হলেও আন্তর্জাতিক ফুটবলকে এখনই বিদায় বলে দিচ্ছেন ৩৬ বর্ষী তারকা।
বয়সভিত্তিক ফুটবল থেকে ডি মারিয়ার সঙ্গে খেলে আসা সতীর্থ-বন্ধুর থেকে এবারের ফাইনালেও গোল চান অধিনায়ক মেসি। বলেছেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমন সে খেলেছে আগের সবগুলো ফাইনালে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, সে তার সিদ্ধান্তে অটল। এমন কোনকিছুই নেই যে, তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।’
১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। ক্যারিয়ারের শুরুর চেয়ে শেষবেলায় তাই প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ দেখছেন তিনি।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। এবারের কোপায় রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্য আলবিসেলেস্তেদের, অন্যদিকে কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশায় কলম্বিয়া।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/07/roilobaki-10-75x75.jpg)







