শেষ রোমাঞ্চের অপেক্ষা। তারপর পর্দা নামার পালা। যুক্তরাষ্ট্রে চলতি কোপা আমেরিকার ৪৮তম আসরে এখন ফাইনাল মহারণ সামনে। লাতিন অঞ্চলের ঐতিহ্যবাহী মহাদেশীয় টুর্নামেন্টে দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া, তৃতীয়বার ফাইনাল খেলছে তারা। শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিপক্ষ বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ। তার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।
চলতি আসরে ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারিয়ে এবং ব্রাজিলের সঙ্গে ড্র করে শেষ আটে জায়গা করে কলম্বিয়া। কোয়ার্টারে পানামাকে হারিয়ে সেরা চারে পা রাখে নেস্তর লরেঞ্জোর দল। সেমিতে উরুগুয়েকে কাঁদিয়ে ফাইনালের টিকিট কেটেছে ২০০১ আসরের চ্যাম্পিয়ন দলটি।
অন্যদিকে, গ্রুপপর্বে তিন ম্যাচে কানাডা, চিলি ও পেরুর বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয় তোলে ইকুয়েডরের সঙ্গে। সেমিতে কানাডাকে বিদায় করে ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৪২বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। দুদলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে কলম্বোর জয় ৯টিতে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে।
গত ১৩ বছরে কোপা আমেরিকায় ৪বারের দেখায় নির্ধারিত ৯০ মিনিটে গোল করে একবারও জয় পায়নি মেসিবাহিনী। একটি ড্র ও হারের সঙ্গে জয় পাওয়া ম্যাচ দুটি গড়িয়েছিল টাইব্রেকারে।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের কাছে সবশেষ হারের স্বাদ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে টানা ৯ ম্যাচে জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে এবারের আসর তো বটেই, টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া। সবশেষ ২০২২ সালে মেসিদের কাছেই বিশ্বকাপের বাছাইয়ে হেরেছিল কলম্বিয়া।









