মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকা শুরুর মাত্র ২০ দিন আগে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিলেন এডিনসন কাভানি। উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেয়া পোস্টে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান।
উরুগুয়ের ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় ৩৭ বর্ষী কাভানি। তিনি ২০১১ সালে জাতীয় দলের জার্সিতে কোপার শিরোপা জিতেছিলেন।
আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলতে থাকা এ ফুটবলার আবেগঘন এক পোস্টে লিখেছেন, আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই প্রতিটি শিক্ষার জন্য। আমি বেশি কথা বাড়াতে চাই না। আজ কিছু শব্দ কিন্তু গভীর অনুভূতির জন্ম দিচ্ছে। যারা এত বছর ধরে আমার পথচলার অংশ ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।
আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ক্যারিয়ারটা টেনে নিয়ে যাওয়ার ইঙ্গিতটাই কাভানি তার লেখায় দিয়ে রাখলেন। উরুগুয়ের হয়ে লম্বা সময় ধরে খেলার অনুভূতিটাও তিনি প্রকাশ করেন।
আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি তা হল, দেশের প্রতিনিধিত্ব করা। এই জার্সিটি পরতে পেরে আনন্দিত এবং সবসময় ধন্য হয়েছি। নিঃসন্দেহে বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার,এবং মনে রাখার হাজার হাজার জিনিস আছে। কিন্তু আজ আমি কর্মজীবনের এই নতুন পর্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই। আমাকে যেখানে থাকতে হবে, সেখানে নিংড়ে দিতে চাই।
২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে কাভানির অভিষেক হয়, খেলেন ১৩৬ ম্যাচ খেলেন। উরুগুয়ের ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচ জাতীয় দলে আর কেউ খেলেননি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিনি রেকর্ড ৫৮ গোলের মালিক।
অবসরের বিষয়ে এই তারকা স্ট্রাইকার লিখেছেন, আজ আমি এক ধাপ সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সবসময় নিজের দলকে স্পন্দিত হৃদয়ের সাথে অনুসরণ করবো। যেমনটা এই সুন্দর জার্সিটি নিয়ে আমার মাঠে নামার সময়ে পালা ছিল।
কাভানি কোপা আমেরিকা এবং বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে নিজেকে ধারাবাহিক পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সাউথ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপ এবং রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপে উরুগুয়ে চতুর্থ স্থান অর্জন করে। দলটির সাফল্যে এই অভিজ্ঞ খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।









