ফুটবলের লাতিন অঞ্চলের মহাদেশীয় আসর কোপা আমেরিকার এবারের ভেন্যু যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। গত ডিসেম্বরেই ঠিক হয়েছিল, একটি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ মেক্সিকো। এবার জানা গেল, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।
গত বছরের ডিসেম্বরে জানানো হয়, ৮ জুন ফ্লোরিডায় মেক্সিকোর সাথে খেলতে নামবে ব্রাজিল। নতুন খবর, অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাম্বার দেশটি মাঠে নামবে। যদিও দুই ম্যাচের সময় নির্ধারিত হয়নি।
এর আগে, মার্চে ফিফা উইন্ডোতে ব্রাজিল জাতীয় দলের আরও দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড এবং ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে খেলবে।
আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। টুর্নামেন্টের ফাইনাল ১৪ জুলাই। ব্রাজিলের প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ২৪ জুন, প্রতিপক্ষ হয়নি নির্ধারণ। কোস্টারিকা ও হন্ডুরাসের যেকোনো একটি দলকে তারা সামনে পাবে।







