ব্রাজিলের জন্য যেন মড়ার উপর খাঁড়ার ঘা। কলম্বিয়ার সঙ্গে ড্রয়ে গ্রুপ রানার্সআপ হওয়ায় কোয়ার্টার ফাইনালে সামনে শক্ত প্রতিপক্ষ উরুগুয়ে। নকআউট পর্বের ম্যাচটিতে আবার খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপপর্বে দুই হলুদ কার্ডের জেরে নিষিদ্ধ থাকবেন তিনি।
টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় শেষ আটের দ্বৈরথে ভিনিসিয়াসকে দেখা যাবে না। প্যারাগুয়ের বিপক্ষে ৮৩ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন। তার জোড়া গোলের ওই ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। বুধবার কলম্বিয়ার সঙ্গে সপ্তম মিনিটে বাজেভাবে হামেস রদ্রিগেজকে ফাউল করায় তাকে কার্ড দেখান রেফারি।
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বে দ্বিতীয় হলুদ কার্ড ঝুঁকিতে ছিলেন ভিনিসিয়াস, মিলিতাও, পাকুয়েতা ও ওয়েন্ডেল। প্রত্যেকেই আগের কোনো ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। তাদের মধ্যে কোয়ার্টারে খেলতে পারবেন না কেবল ভিনি।
ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে ম্যাচে এগিয়ে গিয়েও কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ে সেলেসাওরা খেয়েছে হোঁচট। কোয়ার্টারে উরুগুয়েকে সামনে পাচ্ছে ডোরিভাল জুনিয়রের দল। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে খেলা শুরু হবে।









