কোপা আমেরিকায় এবারই প্রথম অংশ নিয়েছে ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবার এসে চমক দেখিয়েছে, উঠেছে সেমিফাইনালের মঞ্চে। সেমিতে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বিপক্ষে গ্রুপপর্বেও খেলেছে জেসি মার্শের দল।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।
পরিসংখ্যান বলছে কানাডার বিপক্ষে নির্ভার থাকতে পারবে আর্জেন্টিনা। সবমিলিয়ে দুবার মুখোমুখি হয়েছে তারা, শতভাগ জয় আর্জেন্টিনার। ২০১০ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। ৫-০তে জিতেছিল আলবিসেলেস্তে বাহিনী।
সবশেষ চলতি আসরে প্রথমবার কোনো আসরে আর্জেন্টিনার বিপক্ষে নামে কানাডা। গ্রুপপর্বের ম্যাচটিতে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে সবশেষ হারের স্বাদ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে টানা ৯ ম্যাচে জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে, শেষ পাঁচ ম্যাচে কেবল পেরুর বিপক্ষে জয় পেয়েছে কানাডা। এরমধ্যে আর্জেন্টিনার কাছে এক হার ও অন্য চারটি ড্র করেছে তারা কোপা আমেরিকায় প্রথমবার খেলতে নেমে সেমিতে ওঠার পথে। তাদের আগে, ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথমবার খেলতে নেমে সেমিতে ওঠার আগের নজির ছিল হন্ডুরাসের।









