সময়ের হিসেবে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। পর্দা উঠতে চলেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় অভিষিক্ত কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে আয়োজক যুক্তরাষ্ট্রে এসেছে লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়া বাহিনী।
এবারের আসরে শিরোপা জয়ের পথে বরাবরের মতোই ফেভারিট আর্জেন্টিনা। তারকা সমৃদ্ধ দলটি রয়েছে দারুণ ছন্দে। কোচ লিওনেল স্কালোনির অধীনে গতআসরে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৫বার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। অবশ্য শীর্ষ এককভাবে দখলে নেই আর্জেন্টিনার। সমান ১৫বার শিরোপা জিতে আগে থেকেই শীর্ষে অবস্থান করছে উরুগুয়ে। অন্যদিকে ১০বার শিরোপা জেতা ব্রাজিল নামছে ১১তম টাইটেল ঘরে তোলার লক্ষ্যে।
মেসি-ডি মারিয়া-এমিলিয়ানো মার্টিনেজরা আছেন স্কোয়াডে। যাদের হাত ধরে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠের ফলাফল জানান দিচ্ছে সেটি। কাতার বিশ্বকাপের পর এপর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। একটিতেও হার বা ড্র দেখতে হয়নি স্কালোনির শিষ্যদের। শিরোপার অন্যতম দাবিদারও তাই দলটি।
শিরোপা জেতার সম্ভাবনার পথে অবস্থান করছে ব্রাজিলও। খুব একটা ভালো সময় না কাটলেও শক্তিশালী স্কোয়াড রয়েছে তাদের। চোটের কারণে নেই বড় তারকা নেইমার জুনিয়র। তবে ভিনিসিয়াস জুনিয়র আছেন দারুণ ছন্দে। কোপার শিরোপা ঘরে তুলে ব্যক্তিগত ঝুলিতে ব্যালন ডি’অরটা জমা করতে পারেন তিনি।
১৬ দলের অংশগ্রহণে গড়াচ্ছে এবারের আসর। কনমেবলের ১০ এবং কনক্যাকাফের ৬ দল অংশ নিচ্ছে। ৪ দল করে চারটি গ্রুপে খেলা হবে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা মুখোমুখি হবে আসরের প্রথম ম্যাচে। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন, বাংলাদেশ সময় সকাল ৭টায় কোস্টারিকার বিপক্ষে।









