গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশনের যে ইমেজ সংকট তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে জনগণের আস্থার জায়গায় আসার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমকে সমন্বয়করা এসব কথা বলেন। তাদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।
সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নিয়ে দুদকে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার জন্যও চেয়ারম্যানকে অনুরোধ করেন তারা।









