এ বছরের দুই সুপারহিট ভারতীয় ছবি ‘সাইয়ারা’ ও ‘কুলি’ এবার আসছে ওটিটিতে। বক্স অফিসে ৫০০ কোটির বেশি ব্যবসা করা এই ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিকে ঘিরেই।
মোহিত সুরির পরিচালনায় ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তোলে। নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবিটি সমালোচক ও দর্শকের কাছ থেকে সমান প্রশংসা পায়।
দেশীয় বক্স অফিসে ৩৯৭.৮৯ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৫৫০ কোটির বেশি আয় করে নেয় ‘সাইয়ারা’। এখন অপেক্ষা ওটিটি আত্মপ্রকাশের।
সর্বশেষ খবর অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ছবিটির, যদিও নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
অন্যদিকে, রজনীকান্ত অভিনীত তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’ মুক্তি পায় গত আগস্টে। লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত এ ছবিটি শুরুতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে একসময় রাজত্ব করে এবং হয়ে ওঠে এ বছরের সর্বাধিক আয় করা তামিল ছবি।
এ ছবিরও আয়ের অঙ্ক ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। এবার ভক্তদের জন্য সুখবর- আগামী ১১ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় একসঙ্গে মুক্তি পাবে ‘কুলি’।
দুই ভিন্ন ভাষার হলেও এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবিগুলো ওটিটিতে আসছে প্রায় একই সময়ে। ফলে, দর্শকের জন্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে উঠছে এক উৎসবমুখর সময়!
একদিকে নতুন প্রজন্মের তারকাদের আবেগঘন গল্পের ‘সাইয়ারা’, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অ্যাকশনধর্মী ‘কুলি’- ওটিটি রিলিজের পর বোঝা যাবে, দর্শক কোন ছবিটিকে লেটার মার্কস দেন! ওটিটি প্লে এবং ইকোনোমিক টাইমস









