প্রতি বছরের ন্যায় এই বছরও গড়াতে চলেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। নক আউট পদ্ধতির টুর্নামেন্টিতে দেশের শীর্ষ স্থানীয় ৩২টি সংবাদমাধ্যম অংশগ্রহণ করবে। ২৬ মে পল্টন ময়দানে গড়াবে এবারের আসর।
শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ট্রয়েলেট্রিজ। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ।
এছাড়া স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনী, সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি ও বিএসজেএ’র যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের উপস্থিত ছিলেন।
আট গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী ৩২টি দল। আট গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে খেলবে। চার কোয়ার্টার ফাইনালিস্ট সেমিফাইনালে এবং দুই সেমিফাইনালে বিজয়ী দল ফাইনালে উঠবে।
‘এ’ গ্রুপ
বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি
‘বি’ গ্রুপ
মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো
‘সি’ গ্রুপ
যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন
‘ডি’ গ্রুপ
কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
‘ই’ গ্রুপ
ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
‘এফ’ গ্রুপ
একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
‘জি’ গ্রুপ
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
‘এইচ’ গ্রুপ
চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক









