ইংল্যান্ড সফরে শুরু থেকেই খাবি খাচ্ছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজ এরইমধ্যে ২-০তে জিতে নিয়েছে স্বাগতিক দল। হারের সঙ্গে কিউই দলে বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক ক্রিকেটারের করোনা। শুরুটা হয়েছিল নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে দিয়ে। সবশেষ, মাইকেল ব্রেসওয়েলের দেহে ভাইরাস শনাক্তের পরদিনই আক্রান্তের খবর এলো ডেভন কনওয়ের।
বুধবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছে পিসিআর টেস্টে করোনা পজিটিভ হন ৩০ বর্ষী কনওয়ে। দলের বাকি সদস্যরা এপর্যন্ত সুস্থ রয়েছেন। তবে নিয়মিত তাদের টেস্ট করানো হবে।
আগে থেকেই করোনা আক্রান্ত মাইকেল ব্রেসওয়েল, দলের ফিজিও বিজল বল্লভ ও কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসনের সাথে নতুন করে পাঁচ দিনের আইসোলেশনে যোগ দেবেন কনওয়ে।
সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেরদিন করোনা আক্রান্ত হন অধিনায়ক উইলিয়ামসন। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেন টম ল্যাথাম। সিরিজের সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন হেনরি নিকোলস, ব্লেয়ার টিকনার এবং শেন জার্গেনসেনও।
আশার কথা, তৃতীয় টেস্টের আগে যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে সবার সেরে উঠতে। আসছে বৃহস্পতিবার শেষ টেস্টে মাঠে নামার আগে করোনামুক্ত হলে মঙ্গলবার হেডিংলিতে অনুশীলনে যোগ দিতে পারবেন তারা। ম্যাচের আগে সপ্তাহখানেক সময় থাকায় আক্রান্ত ক্রিকেটারদের পরিবর্তে ডাকা হয়নি বদলি।








